বলিউড ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন সাবেক অভিনেত্রী
বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন সেটাও অনেকদিন হল। ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা এই তারকা এবার দুবাইয়ে রিয়েল এস্টেটের ব্যবসায় নাম লিখিয়েছেন। সর্বশেষ রিমিকে ২০১১ সালে ‘শাগির্দ’ (২০১১) সিনেমায় অভিনয়ে দেখা গেছে।
দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় নিজেকে মানিয়ে নেওয়া প্রসঙ্গে সাবেক এই অভিনেত্রী বলেন, ‘দুবাই খুবই অতিথিপরায়ণ। এখানে প্রায় ৯৫ শতাংশ জনসংখ্যা বিদেশি। তবুও সবাই নিজেদের ঘর মনে করেন। শহরটি বাসিন্দাদের জীবন সহজ এবং আরামদায়ক করতে মনোযোগ দেয়।’
দুবাইয়ের পেশাদারী বাজার নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান ‘ধুম’খ্যাত রিমি সেন। তিনি বলেন, ‘একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে এখানে কাজের। নির্মাতা তাদের কাজ করেন। এজেন্সিগুলো তাদের দায়িত্ব পালন করে। এজেন্টদের এখানে আর্থিক পরামর্শদাতার মতো সম্মান দেওয়া হয়। এটি ভারতের সঙ্গে তুলনা করলে অনেক ভিন্ন।’
এছাড়া প্লাস্টিক সার্জারি করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিমিকে নিয়ে সাম্প্রতিক যে গুঞ্জন, সেটা নিয়েও মুখ খোলেন রিমি। তিনি স্পষ্ট করেন, ‘আমি কেবল ফিলার, বোটক্স এবং পিআরপি করিয়েছি। শুধু কিছু চিকিৎসা ও নিয়মিত যত্নেই কাউকে ভালো দেখাতে পারে। যদি কেউ মনে করে আমি যা করেছি তা ঠিক নয়, তবে বলুন কোথায় সমস্যা হয়েছে, আমি আমার চিকিৎসকদের জানিয়ে ঠিক করাব।’

